Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচার বিভাগে আস্থাহীনতা পূর্ণ করেছে সরকার আমির খসরু মাহমুদ চৌধুরী

| প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিচার বিভাগ আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের মানুষের আর বিচার বিভাগের প্রতি আস্থা নাই। এটাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে বর্তমান সরকার। একজন প্রধান বিচারপতিকে দেশ থেকে কীভাবে বিতাড়িত হয়েছে দেশের মানুষ সেটা পর্যবেক্ষণ করেছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক শোক সভায় তিনি এ মন্তব্য করেন। ‘সাবেক প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস এর স্মরণে’ এই শোক সভার আয়োজনকরা হয়। এ সময় তিনি আরো বলেন, বিএনপির জনসভা নিয়ে নাটক চলছে। দেশের মানুষ নির্বিঘেœ যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা দিবে এবং দেশে ভয়াবহ সমস্যা তৈরি হবে। আর নিরপেক্ষ নির্বাচনের কোন মেসেজ দিতে হয় তাহলে সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজ করতে হবে। সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিঙ্কন, ইয়ূথ ফোরামের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রের তিনটি স্তম্ভ না থাকলে সাসটেইনেবেল ডেভেলপমেন্ট সম্ভব না মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রের ভিত্তি যে তিনটি অঙ্গের ওপর তা ধ্বংস করে দেওয়া হয়েছে। যারা আজকের আওয়ামী লীগকে এ অবস্থায় নিয়ে এসেছে তাদের রুপ আস্তে আস্তে েেরিয়ে আসছে। আজকে এখান থেকে যদি সরে না আসে সেটা খুব বাজে অবস্থার জন্ম দিবে।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগকে আজকে এই অবস্থায় পৌছে দিয়েছে যা একটি রক্তক্ষয়ী সংর্ঘষের দিকে নিয়ে গেছে। স্বাধীনতার পরে ওই পথে নিয়ে গিয়েছিল তাদের মুন্ডু দিতে হয়েছে। ওই পথ বন্ধ হয়ে গিয়েছিল। আজকে আওয়ামী লীগকে বলবো, গণতন্ত্রের পথে আসেন। দেশের মালিকানা দেশের মানুষের কাছে ফিরিয়ে দিন। রাজনীতি তো করি মানুষের কাছে সম্মানীত হওয়ার জন্য, নয়তো এই মন্ত্রী এমপি হয়ে কি লাভ?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ