Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে দুই সহোদরকে হত্যা করেছে প্রতিপক্ষ

| প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের আলফাডাঙ্গা বাজারের শ্মশান ঘাট এলাকায় হামলা চালিয়ে কুপিয়ে দুই সহোদরকে হত্যা করেছে প্রতিপক্ষ। গত বৃহস্পতিবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা পাশের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত জহুর মোল্লার পুত্র কাপড় ব্যাবসায়ী ইদ্রিস মোল্লা (৪৮) ও কাঠ ব্যবসায়ী লাভলু মোল্লা (৪২)। নিহতদের ভাই মো. আবুল কাসেম মোল্লা জানান, পুর্ব শত্রæতার জের ধরে একই এলাকার এক নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. কওসার শেখের সাথে পুর্বে থেকেই বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে দুই ভাই আলফাডাঙ্গা বাজারে ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ী ফেরার সময় শ্মশানঘাট এলাকায় আসলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কওসার মোল্লার লোকজন হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ই¯্রাফিল মোল্লা জানান, আহতদের উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হলে অবস্থায় অবনতি হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়। ফমেকে আনার পরে দুই সহোদরের মৃত্যু হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ