Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরহুম পীর সাহেব চরমোনাইয়ের আপোসহীন ভুমিকা মাইলফলক হয়ে থাকবে-মুফতি ফয়জুল করিম

| প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, মরহুম পীর সাহেব মাওলানা সৈয়দ ফজলুল করীম রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বিশিষ্ট রাজনীতি ও শিক্ষাবিদগণ বলেছেন, মাওলানা সৈয়দ ফজলুল করীম রহ.এর আপোসহীন ভূমিকা ভবিষ্যতে ইসলামী বিপ্লবের জন্য মাইলফলক হয়ে থাকবে। তিনি ছিলেন আপোসহীন রাজনৈতিক মহাপুরুষ। তাঁর আপোসহীনতার কারণে প্রচলিত দুষিত, কলুষিত ও নোংরা রাজনীতিতে তাঁকে আচ্ছন্ন করতে পারেনি। তিনি ইসলামবিরোধী নারী নেতৃত্ব ও প্রচলিত রাজনীতির উর্ধ্বে সহীহ ইসলামী ধারার প্রবর্তক ছিলেন। তিনি ছিলেন মুসলিম চেতনাবোধ জাগরণের পথিকৃত্। তিনি বলেন, বাংলাদেশের মুসলমানদের মুসলিম চেতনাবোধ জাগ্রত করতে রাজনীতির সবক দিয়ে নতুনধারার দৃষ্টভঙ্গি সৃষ্টি করে গেছেন সৈয়দ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই (রহ)। তিনি বলেন- মরহুম পীর সাহেব বলতেন “প্রচলিত পদ্ধতিতে কেয়ামত পর্যন্তও যদি ক্ষমতার হাত বদল হয়, তবুও জনতার মুক্তি আসবে না।” তিনি আরও বলতেন, “শুধু নেতার পরিবর্তন আর ক্ষমতার হাত বদল হলেই শান্তি আসতে পারে না।
গতকাল শুক্রবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন আয়োজিত পাক-উপ মহাদেশের প্রখ্যাত বুজুর্ক ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম রহ.এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়ধ মোহাম্মদ ফয়জুল করীম। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কেএম আতিকুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারী জেনারলে মাওলানা নেছার উদ্দিন ও মাওলানা কাওছার বাঙ্গালীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. মাইমুল আহসান খান, রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা ঈসা শাহেদী, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শেখ আতিয়ার রহমান, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ