বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : আজ শনিবার আটাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৭-২০১৯) অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটানা ভোট সংগ্রহ করা হবে। নির্বাচনে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ প্যানেল ও আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট প্রতিদ্ব›দ্বীতা করছে। বহু প্রতিভার অধিকারী বায়রার সাবেক মহাসচিব , আটাবের সাবেক নেতা , মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা ও আকাশ ভ্রমণ ট্রাভেলসের স্বত্বাধিকারী মনছুর আহামেদ কালাম আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের প্যানেল প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। আটাব নির্বাচনে গণতান্ত্রিক সচেতন পরিষদ প্যানেল নির্বাচনী প্রচারণা ও সমর্থনের দিক দিয়ে ব্যাপক ভাবে এগিয়ে রয়েছে। গণতান্ত্রিক সচেতন পরিষদ প্যানেলের নির্বাচনী সভাগুলোতে আটাব, বায়রা, হাব এর শীর্ষ পর্যায়ের প্রায় সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে গণতান্ত্রিক সচেতন পরিষদ প্যানেলের প্রতি আকুন্ঠ সমর্থন দিয়েছেন। শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ-এর একটাই দাবী আটাবকে দুর্নীতিমুক্ত ও স্বেচ্ছাচারি মুক্ত করতে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ প্যানেলের বিকল্প নেই। আটাবের সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদ মাহবুব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান হিসেবে নির্বাচন করছে। আটাবের বর্তমান কমিটি’র অধিকাংশ ইসি’ সদস্যই মঞ্জুর মোর্শেদ মাহবুব-এর নানা বিধ অনিয়ম দুর্নীতি-স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করে তার প্যানেল ত্যাগ করে মনছুর আহামেদ কালামের আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ প্যানেলে স্বত:স্ফূর্তভাবে নির্বাচন করছেন। আটাব ভোটারদের ব্যাপক সমর্থনও পাচ্ছে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ প্যানেল। আটাবের সচেতন ভোটাররা এবার আটাবের নেতৃত্বে পরিবর্তন চায়। স্বৈরতন্ত্রের পরিবর্তে আটাবে গণতান্ত্রিক ধারা পুন:প্রতিষ্ঠা করতে চায় ভোটাররা। তারা সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্যানেলকে পূর্ন-প্যানেলে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে। আটাবের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র এতথ্য জানিয়েছে।
আটাবের দ্বি-বার্ষিক আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের প্যানেল প্রধান ও বায়রার সাবেক মহাসচিব মনছুর আহমেদ কালাম দুর্নীতিমুক্ত আটাব গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক সচেতন পরিষদ প্যানেলের সৎ ,যোগ্য প্রার্থীদের ভোট দেয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আটাব সদস্যদের স্বার্থ রক্ষা এবং স্বৈরতান্ত্রিক আচরণ চিরতরে বন্ধ করতে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের বিকল্প নেই। আজকের আটাব নির্বাচনে দুর্নীতিবাজ স্বার্থীবাদী চক্রের ভরাডুবি হবে। মনছুর আহামেদ কালাম বলেন, নির্বাচনে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। নির্বাচনে তার প্যানেল বিজয়ী হলে নন-আয়টা এজেন্টদের স্বার্থ সংরক্ষণ, এয়ারলাইন্স থেকে সরাসরি টিকিট ক্রয় নিশ্চিতকরণ, টিকিট প্রতি এক ডলার করে নিয়ে আটাব সদস্যদের মৃত্যু জনিত অনুদান ১০ লাখ টাকা বর্ধিতকরার চেষ্টা এবং হজের সময়ে টিকিট সিন্ডিকেট বন্ধ করা হবে বলেও তিনি প্রতিশ্রæতি দেন। এছাড়া আটাব সদস্যদের অফিসে মাঝে মাঝে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কিছু সদস্য বে-আইনীভাবে প্রবেশ করে আর্থিকভাবে ও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছে তা’ বন্ধ করার উদ্যোগ নেয়া হবে। আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ - এর প্রধান পৃষ্ঠপোষক হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বায়রার সিনিয়র সহ-সভাপতি ড. মোহাম্মদ ফারুক, বায়রার সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশার, হাবের সাবেক সভাপতি আব্দুস শাকুর, হাবের সাবেক সভাপতি মো: ইব্রাহীম বাহার , হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদ, আটাবের সাবেক মহাসচিব মোঃ আতাউর রহমান খান (সাবেক এমপি), বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী এয়ার ট্রিপের স্বত্বাধিকারী মোঃ আবুল খায়ের, আটাব ও হাবের সাবেক মহাসচিব শেখ আব্দুল্লাহ্, হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ স¤্রাটও আটাব সদস্যদের স্বার্থে নির্বাচনে গণতান্ত্রিক সচেতন পরিষদের পূর্ণ-প্যানেলকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান মঞ্জুর মোর্শেদ মাহবুব বলেন, আমার প্যানেল বিজয়ী হলে সদস্যদের সরকারী ভূমিতে আবাসনের ব্যবস্থা করবো, নন-আয়টা সদস্যদের সুবিধা আদায়, ৭% কমিশন এবং মৃত্যু জনিত অনুদান ১০ লাখ টাকা দেয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আটাবে গত চার বছর শতভাগ স্বচ্ছতা রয়েছে। যারা আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন তারা মোনাফেকী করছে। রাতে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্জ এডভোকেট ড. আব্দুল্লাহ আল-নাসের আটাব নির্বাচনে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের প্রার্থীদের ইসি ১-২৯, ঢাকা জোন ১-১৫, চট্টগ্রাম জোন ১-৬, সিলেট জোন ১-৬ এ পূর্ণ প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আটাব সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।