Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যবিপ্রবি থেকে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

| প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে শুক্রবার বিকালে অস্ত্রসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। পুলিশ ও বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, আটক ইছাদ আলী যবিপ্রবি’র শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ¯œাতকোত্তীর্ণ ছাত্র এবং শহীদ মশিয়ুর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী জানান, শুক্রবার যবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ছিল। এই পরীক্ষার জন্য ক্যাম্পাসে পুলিশের অতিরিক্ত টিম ছিল। এরই মধ্যে ক্যাম্পাসে কিছু ছেলে শিক্ষকদের সঙ্গে বাক-বিতন্ডায় লিপ্ত হয়। এদের মধ্যে থেকে ইছাদ নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুরে। পরে ইছাদের শরীর তল্লাশি করে একটি সেভেন পয়েন্ট সিক্স-টু পিস্তল উদ্ধার করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ