Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংক থেকে লুট হচ্ছে হাজার কোটি টাকা রাশেদ খান মেনন

| প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : ওয়ার্কার্স পাটির সভাপতি ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন , ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট হয়ে যায়। অর্থমন্ত্রী বলেছেন যে টাকা পাচার হয়েছে তা দিয়ে দুটো বাজেট হতো। দশ টাকার দুর্নীতির জন্য কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়। কেরানিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু লুটেরাদের কিছুই হয় না। বেসিক ব্যাংকের হাজার কোটি টাকা লুট হওয়ার পরও চেয়ারম্যান বাচ্চু সাহেবের নাম দুদকের তালিকায় নেই। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় অক্টোবর বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে নগরীর মুসলিম ইন্সটিটিউট হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ এগিয়ে চলল। বাংলাদেশ বহুদূর এগিয়ে গেছে কোনো সন্দেহ নাই। আমাদের প্রধানমন্ত্রীর বেতন বাড়ল, রাষ্ট্রপতির বেতন বাড়ল, সংসদ সদস্যদের বেতন বাড়ল, মন্ত্রীদের বেতন বাড়ল, সরকারি কর্মচারীদের বেতন বাড়ল কিন্তু আমার শ্রমিকের মজুরি কমিশন এখনো হলো না। কত বছর হয়ে গেলো। সেটা না কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে দ্রব্যমূল্য কত বেড়েছে? কোনো জবাব নাই। রাশেদ খান মেনন বলেন, আমি পার্লামেন্টে বলেছি বৈষম্য বেড়েছে। এখন দেশে এক লাখ ২৫ হাজার কোটিপতি। তিন কোটি মানুষ দারিদ্র সীমার নিচে যদিও দারিদ্র সীমার নিচে থাকার হার কমেছে। উন্নয়ন হচ্ছে হবে, এর জন্য মোবারকবাদ জানাই। পদ্মা সেতু হচ্ছে , মেট্রোরেল হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। খুব সুন্দর, আশার কথা। আলোচনা সভায় অর্থনীতিবিদ ও ইউজিসি অধ্যাপক ড. মঈনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ মুখে ৭২’র সংবিধানের পক্ষে বলে কিন্তু বাস্তবে তা নয়। ৭২’র সংবিধানে ৪ মূলনীতি একটি সমাজতন্ত্র। কিন্তু আওয়ামী লীগ তার ম্যানিফেস্টো থেকে সমাজতন্ত্র শব্দটি মুছে ফেলে মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠিত করেছে। মুখ্য অলোচক সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চার বার ভেটো দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশাল ভূমিকা রেখেছে সোভিয়েত ইউনিয়ন। আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়েছিল। নিক্সন-কিসিঞ্জার প্রবলভাবে পাকিস্তানকে সমর্থন করার পরও বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেখক-গবেষক শরীফ শমসের এবং অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব শতবর্ষ উদ্্যাপন কমিটির পক্ষে উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. চন্দন দাশ। ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমিক নেতা দিদারুল আলম চৌধুরী, যুবনেতা কায়সার আলম, ছাত্রনেতা প্রকাশ শিকদার ও সম্পদ রায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ