Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুদকের হস্তক্ষেপ প্রয়োজন

তিতাসের গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সুতিয়াখালী সিন্ডিকেট

| প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ থেকে : ময়মনসিংহে হাজার হাজার তিতাস গ্রাহকদের কাছ থেকে প্রতারনোর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সুতিয়াখালি সিন্ডিকেট। এমন অভিযোগ ভুক্তভোগী গ্রাহকদের। এনিয়ে শহরের বাকৃবি, স্টেডিয়াম, সেনবাড়ী, সানকিপাড়া, কলেজ রোড’সহ মুক্তাগাছা ও ত্রিশাল উপজেলার ভুক্তভোগী মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট মহলের দাবী, তিতাস গ্যাস কার্যালয়ে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের লাগামহীন দুর্নীতির কারনে গ্রাহকরা অতিষ্ঠ। এ অবস্থায় দুদকের হস্থক্ষেপ প্রয়োজন।
সূত্রজানায়, ময়মনসিংহ আঞ্চলিক তিতাস গ্যাস বিক্রয় ও বিতরন কার্যালয়ে টানা ৮ থেকে ১০ বছর যাবত বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী একই কর্মস্থলে কর্মরত আছে। বছরের পর বছর পেরিয়ে গেলেও বদলী নেই তাদের। ফলে ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই কর্মকর্তা-কর্মচারীরা গড়ে তোলেছেন একটি সিন্ডিকেট। যা সুতিয়াখালী সিন্ডিকেট নামে পরিচিত।
ময়মনসিংহ আঞ্চলিক তিতাস গ্যাস বিক্রয় ও বিতরন কার্যালয় সূত্র জানায়, এ কার্যালয়ের আওতায় ১০ হাজার গ্রাহক রয়েছে। এসব গ্রাহকদের কাছ থেকে ওই সিন্ডিকেট বকেয়া বিল আদায়ের অজুহাতে সংযোগ বিচ্ছিন্ন করছে। এতে বিব্রত গ্রাহকরা বেকায়দা পরিস্থিতিতে ৫ থেকে ২০ হাজার পর্যন্ত টাকা দিয়ে পুন:রায় সংযোগ নিচ্ছে।
একাধিক কর্মচারী জানায়, নতুন বিভাগীয় শহর ময়মনসিংহে সাম্প্রতিক সময়ে শত শত বহুতল ভবন নির্মিত হচ্ছে। এসব ভবন মালিকদের সাথে গোপন যোগসাজস করে ওই সিন্ডিকেট চক্রটি প্রতি চুলা অনুমোদন বাবদ ৫০হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে। এছাড়াও ওই সব নতুন ভবনে সংযোগ দেবার পর কয়েক মাস পরে অতি সুকৌশলে ডিসকালেকশন টিম পাঠিয়ে সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে।
সূত্রমতে, ওই সিন্ডিকেটের বিরুদ্ধে দুদক কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগ দায়ের হয়েছে বেশ কিছু দিন আগে। এরপর দুদক কার্যালয় থেকে ওই সিন্ডিকেটের একাধিক কর্মকর্তা-কর্মচারী ও বেশ কয়েকজন ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে দাবী ওই সূত্রের।
তিতাস কর্মচারীরা জানান, এসব ঘটনা সরেজমিনে তদন্ত করলে বেরিয়ে আসবে দুর্নীতির কালো বেড়াঁল রহস্য। সেই সাথে ওই সিন্ডিকেটের মূল হোতাদের ব্যাংক-ব্যালেন্স অনুসন্ধান করলেও বেরিয়ে আসবে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের সত্যতা।
এসব বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় তিতাস কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহম্মেদ বলেন, অভিযোগ অনুসন্ধান করে দেখা হবে।

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ