বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : সদস্যদের লেখা বই নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে শুরু হয়েছে দুইদিনের বই উৎসব। গতকাল (শুক্রবার) বিকেলে উৎসবের উদ্বোধন করেন কবি হেলাল হাফিজ। ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের আজীবন দাতা সদস্য আহসানুল করিম। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ ও উৎসব পরিষদের আহŸায়ক, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ। কবি হেলাল হাফিজ বলেন, যখন মানুষ বিচার পায় না, সন্ত্রাসীদের হাতে নিপীড়িত হয়, কারও ছেলে গুম হয় তখন সাংবাদিকদের কাছে ছুটে আসেন। তিনি বলেন, মানুষ তার স্বপ্নের চেয়ে বড়। সেই মহত্বকে জাগিয়ে দেওয়ার কাজ করে বই ও সাংবাদিকরা। সাংবাদিকরা এখনও মানুষের শেষ আশ্রয়স্থল। ক্লাবের সভাপতি কলিম সরওয়ার বলেন, আমরা বিশ্বাস করি, এ বই উৎসব সাংবাদিকদের লেখালেখিতে উৎসাহিত করবে। তিনি বলেন, আগামী দিনে আরও বড় পরিসরে বই উৎসব করব আমরা। এবার প্রবন্ধ-গবেষণায় মুহাম্মদ শামসুল হক, কথাসাহিত্যে জাহেদ মোতালেব ও শিশুসাহিত্যে আবুল কালাম বেলালকে ‚চট্টগ্রাম প্রেসক্লাবের সেরা লেখক-সাংবাদিক সম্মাননা’ দেওয়া হয়। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বই উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে। উৎসবে সব ধরনের বই ৩০ শতাংশ কমিশনে বিক্রয় করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।