Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নামাজেই শান্তি নিহিত

মসজিদ উদ্বোধনকালে চসিক মেয়র নাছির

| প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নামাজেই শান্তি নিহিত রয়েছে উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে জীবনে শান্তি ও স্বস্তি পাওয়া যায়। আল্লাহর ঘর মসজিদ নির্মাণে আল্লাহ তায়ালা শক্তি ও সাহস যোগান দেন বলেও মন্তব্য করেন তিনি। গতকাল (শুক্রবার) নগরীর পাঠানটুলীতে হযরত খাজা গরীবে নেওয়াজ জামে মসজিদের উদ্বোধন কালে মেয়র এ কথা বলেন। জুমার নামাজ আদায়, ফলক উম্মোচন ও মুনাজাতের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধন করেন মেয়র। প্রসঙ্গক্রমে মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবাধর্মী সকল কাজে সহযোগিতার আহŸান জানিয়ে বলেন, পৌরকর চসিকের আয়ের প্রধান উৎস। নিয়মিত পৌরকর পরিশোধ করে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করা সকলের নাগরীক দায়িত্ব। পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মো: আবদুল কাদেরের উদ্যোগে ৪তলা ফাউন্ডেশনের মসজিদটির একতলার কাজ সম্পন্ন করতে ৭৫ লাখ টাকা ব্যয় হয়। তিনি ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতায় আগ্রাবাদ ডেবার পূর্ব-দক্ষিণ কর্ণারে রেলওয়ে জমির উপর মসজিদটি নির্মাণ করেন। পুরাতন জরাজীর্ণ মসজিদটি আধুনিক স্থাপত্যে নির্মিত হল। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, শেখ মাহমুদ ইছহাক, কাউন্সিলর আবদুল কাদেরসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ

১৫ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ