বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারী জেলা সংবাদদাতা ঃ নীলফামারীর ডিমলায় দুই ক্রিকেট জুয়াড়িকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও আদালতের বিচারক নাজমুন নাহার ওই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের হরেন চন্দ্র রায়ের ছেলে হৃদয় চন্দ্র রায় (৩০) ও ঠাকুরগাঁও জেলার হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ফারুক ইসলাম(২৭)। ডিমলা থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা উপজেলাস্থ ঢাকা বাসস্ট্যান্ডের হৃদয় কনফেকশনারীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সে সময় দু’জনের কাছ থেকে ৫৮ হাজার টাকা, ৩ টি মোবাইল ফোন, টেলিভিশন, একাধিক জুয়াড়ির নাম ও টাকার পরিমাণের হিসাব সম্বলিত খাতা জব্দ করা হয়। রাতেই ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার হৃদয় রায়ের ১৫ দিন এবং ফারুকের ৩ দিন কারাদন্ড প্রদান করেন। ডিমলা থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, দন্ডপ্রাপ্তদের বুধবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।