Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলিপুরে ডায়াবেটিক সেন্টার উদ্বোধন

| প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা ঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ডায়াবেটিক চিকিৎসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উলিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সংলগ্ন পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে বারডেম পরিচালিত এ সেন্টারের উদ্বোধন করেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) এর এডিশনাল কো-অর্ডিনেটর ডা. মো. হাসান আলী চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার। ডা. মো. নাজমুল হুদা শামীমের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এএসপি সার্কেল (অব.) পুলিশ কর্মকর্তা আব্দুর রশিদ।


বন্ধুর হাতে বন্ধু নিহত
গলাচিপা(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : গলাচিপায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু নিহত। উপজেলার দক্ষিন লামনা প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলার সময় মাসুম মোল্লা ব্যাট দিয়ে মাথায় আঘাত করলে নাঈম মৃৃৃৃধার (১৮)মৃত্যু ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের গুয়াবাড়ীয়া গ্রামের খলিলুর রহমান মৃধার পুত্র নাঈম ও লামনা গ্রামের মতলেব মোল্লার পুত্র মাসুম মোল্লা মঙ্গলবার বিকেলে দক্ষিন লামনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলছিল। দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুম ক্রিকেটের ব্যাট দিয়ে নাঈমের মাথায় আঘাত করলে সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লেবুখালী নামক স্থানে তার মৃত্যু হয়। তারা দু’জনেই বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজের ছাত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ