Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নানামুখী সমস্যায় জর্জরিত জাবি’র হল

| প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মাহবুব আলম, জাবি থেকে : ‘হলে থাকছি নাকি কোনো শাস্তি ভোগ করছি বুঝি না! হলে রান্না করার জন্য গ্যাস নেই। খাবার সংরক্ষণের জন্য কোনো ফ্রিজ নেই। নেই কোন লন্ড্রি ব্যবস্থা। হলের কমন রুমকেই রিডিং রুম বলে চালানো হচ্ছে। সেখানেও রয়েছে পর্যাপ্ত চেয়ার-টেবিল ও পড়াশোনার পরিবেশের অভাব। দীর্ঘ দিন হল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলেও হলের নিচ তলার দুটি ওয়াশরুমের ভাঙা দরজা ঠিক করা হয়নি। তৃতীয় তলার বেসিন নষ্ট হওয়ায় নতুন বেসিন না এনে বরঞ্চ ডাইনিং রুমের বেসিন খুলে সেখানে লাগানো হয়েছে।’ এভাবেই জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফয়জুন্নেসা হলের ফাতেমাতুজ জোহরা নামের এক আবাসিক ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার হলের অবস্থা তুলে ধরেছেন।
দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় খ্যাত এ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদের জন্য মোট ১৪টি হল রয়েছে। কিন্তু প্রায় প্রতিটি হলেই বিরাজ করছে নানামুখি সমস্যা। যার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে এসব হলে বসবাসকারী শিক্ষার্থীদের। সরেজমিনে ঘুরে প্রতিটি হলের শিক্ষার্থীদের সাথে কথা বলে যেসব প্রধান সমস্যা উঠে এসেছে-
আবাসন সমস্যা : দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় বলা হলেও এখানকার বহু শিক্ষার্থী পাচ্ছেনা পর্যাপ্ত আবাসিক সুবিধা। প্রায় প্রতিটি হলেই এখন প্রথম বর্ষের শিক্ষার্থীরা গণরুমে গাদাগাদি করে মেঝেতে ঘুমাচ্ছে। এমনকি চতুর্থ বর্ষে অধ্যায়ন করলেও কাঙ্খিত আবাসিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এ বিশ্ববিদ্যালয়েল প্রায় প্রতিটি হলের বহু শিক্ষার্থী। এছাড়াও সর্বশেষ নির্মিত নতুন হল রবিন্দ্রনাথ ঠাকুর হলে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য রুম বরাদ্দ থাকলেও ছাত্রলীগ নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের রুম থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগের এমন আচরণ সাধারণ শিক্ষার্থীরা চাপা ক্ষোভ প্রকাশ করছেন। তবে এমন কিছু হয়নি বলে দাবি করেছে শাখা ছাত্রলীগ। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসিত বরণ পাল বলেছেন ‘এমন কোন অভিযোগ আমরা জানা নেই।’
পড়াশুনার পরিবেশের অভাব : বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি হলে পড়াশুনা করার জন্য আলাদা কক্ষ রিডিং রুম থাকলেও তা ব্যাবহার হচ্ছে অন্য কাজে। যার ফলে পড়াশুনা করার জন্য উপযুক্ত পরিবশে পাচ্ছেনা বলে অভিযোগ শিক্ষার্থীদের। এছাড়া প্রতিটি হলে দুজন করে হাউজ টিউটর থাকলেও তাদের কোন কার্যক্রম চোখে পড়ে না বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
খাবারের সমস্যা : বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৭০০ শিক্ষার্থীর জন্য নেই খাবারের কোন ব্যবস্থা। গ্যাস সংযোগের অভাবে এখন চালু হয়নি ডাইনিং ও ক্যান্টিন। মীর মোশাররফ হোসেন হলের ডাইনিং দীর্ঘদিন যাবত বন্ধ হয়ে আছে এবং শহীদ রফিক জব্বার হলেরও ক্যান্টিন গত সাত মাস ধরে বন্ধ। এছাড়া প্রায় প্রতিটি হলের ডাইনিং-ক্যান্টিনের খাবারের মান অত্যান্ত খারাপ। যারফলে খাবার সমস্যায় দিনাতিপাত করছে হলে বসবাসকারী শিক্ষার্থীরা। এ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসিত বরণ পাল বলেন, ‘এখনো হলে গ্যাসের লাইন আসেনি। গ্যাসের লাইন আসলে ডাইনিং ক্যান্টিন চালু হবে।’
আসবাপত্র নষ্ট : বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি হলের ওয়াশ রুমগুলোর বেশিরভাগ কল, ঝর্ণা, বেসিনগুলো নষ্ট হয়ে আছে। নিত্যপ্রয়োজনীয় এসব জিনিসপত্র নষ্ট হয়ে থাকার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
ইন্টারনেটের লাইন দীর্ঘদিন নষ্ট : বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের প্রত্যেক তলায় ইন্টারনেটের লাইন লাগানো আছে। কিন্তু বহু মাস যাবত নষ্ট পরে আছে এ লাইনগুলো। বার বার প্রশাসনকে অবহিত করার পরও এসব ইন্টারনেট লাইন সংস্কারের কোন উদ্যেগ নেয়নি প্রশাসন। যারকারণে শিক্ষার্থীদেরকে টাকা খরচ করে বাহির থেকে ইন্টারনেট কিনে ব্যাবহার করতে হচ্ছে। এ বিষয়ে ইন্টারনেট ম্যানেজমেন্ট সেন্টারের প্রোগ্রামার এস এম খায়রুল বাসার বলেন, ‘আমাদেরকে জানানো হয়নি ইন্টারনেটের লাইনগুলো নষ্ট হয়ে গেছে। জানালে আমরা সাথে সাথে ঠিক করে দিতাম।’
মাদক সমস্যা : খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি হলে মাদকাসক্ত শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। প্রশাসনের নজরদাড়ির অভাবে প্রতিদিন হলগুলোতে বসছে প্রকাশ্যে মাদকের আসর। যারফলে এসব মাদকাসক্তরা হলগুলোতে চুরি-ছিনতাইয়ের মত ঘটনা ঘটাচ্ছে। তাই এ মাদক প্রতিরোধে যথাযথ ব্যাবস্থা নেওয়ার দাবি সর্বমহলের।
হলগুলোর এ সার্বিক অবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘আমাদের হলগুলোতে সিটের সমস্যা রয়েছে এটা ঠিক। এ সিট সহ হলের সার্বিক সমস্যা সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথাবার্তা চলছে। এছাড়া আমরা শিগগিরই হলের প্রধ্যক্ষদের নিয়ে বসে সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ