Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইজ্জতের মূল্য ৩০ হাজার টাকা!

| প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরের তালন্দ ইউপির আড়াদীঘি গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী চার সন্তানের জননীর ইজ্জতের মূল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে গ্রাম্য মাতব্বরগণ। আর ওই গৃহবধূর ইজ্জতের মূল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলেও তার কপালে জুটেছে মাত্র ২০ হাজার টাকা। বাকি ১০ হাজার টাকা মাতব্বরগণ নিজেরা ভাগাভাগি করে নিয়ে অভিযুক্ত আব্দুল হামেদকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ নভেম্বর মঙ্গবার দিবাগত রাতে আড়াদীঘি গ্রামের তসলিম উদ্দীনের পুত্র দুই সন্তানের জনক আব্দুল হামেদ মদ্যপ অবস্থায় ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে বিধস্ত অবস্থায় উদ্ধার করেন। এ খবর জানাজানি গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকে আব্দুল হামেদ পলাতক রয়েছে। এদিকে এ ঘটনায় চলতি বছরের ৯ নভেম্বর বৃহ¯পতিবার দিবাগত রাতে আড়াদীঘি গ্রামের (সাবেক) মেম্বার শামসুদ্দিন মন্ডল, কছির উদ্দীন ও আব্দুল মালেক গ্রাম্য সালিশে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত আব্দুল হামেদের ৩০ হাজার টাকা জরিমানা করে ২০ হাজার টাকা ভিকটিমকে দিয়ে ১০ হাজার টাকা তারা নিজেরা ভাগাভাগি করে নিয়ে অভিযুক্ত আব্দুল হামেদকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এ ব্যাপারে জানতে চাইলে তালন্দ ইউপির (সাবেক) মেম্বার শামসুদ্দীন মÐল বলেন, তিনি কিছুই জানেন না, তিনি শুধু আপোষনামায় স্বাক্ষর করেছেন। এ বিষয়ে সবকিছু করেছে কছির ও মালেক তারা ভালো বলতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ