প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: রবীন্দ্রসংগীত চর্চার অন্যতম সংগঠন উত্তরায়ণ এবার পা রেখেছে সপ্তমবার্ষিকীতে। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘আমাদের রবীন্দ্রনাথ’ শীর্ষক গীতি আলেখ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এবারের গীতি আলেখ্য গ্রন্থনা করেছেন সোহেল আনোয়ার, যন্ত্রানুসঙ্গ পরিচালনা করবেন সুব্রত মুখোপাধ্যায় ও শিল্প নিদের্শনায় রয়েছেন নাসিরুল হক খোকন। পুরো অনুষ্ঠানটি পরিকল্পনা, গবেষণা ও পরিচালনা করছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীতশিল্পী লিলি ইসলাম। উত্তরায়ণের পরিচালক-কণ্ঠশিল্পী লিলি ইসলাম বলেন, ‘এটি উত্তরায়নের সপ্তম আয়োজন। প্রতি বছর রবীন্দ্রনাথকে নিয়ে আমরা ভিন্ন ভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি। এবারের আয়োজনটিও ব্যাতিক্রম। ‘আমাদের রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানটিতে দর্শক-শ্রোতাদের সামনে কবিগুরুর সব বিষয় তুলে ধরা হবে। আবৃত্তি, গানও থাকছে।’ তিনি বলেন, ‘অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে প্রতিবছর এই আয়োজন করি। রবীন্দ্রনাথের শিক্ষা, সংস্কৃতি এ প্রজন্মের মাঝে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য।’ সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন সাউথইস্ট ব্যাংক ও গ্রীন ডেল্টা লাইফ ইন্সুরেন্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।