Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দান নয়, সমাবেশ বিএনপির রাজনৈতিক অধিকার -রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৭, ১২:২৩ পিএম | আপডেট : ৬:০১ পিএম, ১০ নভেম্বর, ২০১৭

সভা-সমাবেশ করা বিএনপির রাজনৈতিক অধিকার, এটা সরকারের দান নয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে শুক্রবার সকাল ৯টায় শহীদ নূর হোসেন চত্বরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

‘সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়ায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগ কতটা গণতান্ত্রিক, কতটা আন্তরিক’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রুহুল করিব রিজভী বলেন, ‘সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় সমাবেশে বাধা দেয়া হয়েছে। সভা-সমাবেশ করা রাজনৈতিক অধিকার। এটা সরকার বা পুলিশের দান নয়। এখন আগে ১২ নভেম্বর সমাবেশ হোক। ’
ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে বলে মন্তব্য করে রিজভী বলেছেন, ‘গণতন্ত্রের কন্ট্রোল সুইচ আওয়ামী লীগের হাতে থাকলে সেটাকে তারা যতই গণতন্ত্র বলুক আসলে এটি গণতন্ত্র নয়, স্বৈরতন্ত্র। আমরা বহু দল, বহু মতের গণতন্ত্র চাই।’
তিনি বলেন, ‘গণতন্ত্র অবরুদ্ধ, নিষ্পেষিত, বুটের তলায় অবরুদ্ধ। অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে নূর হোসেন আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে। তবে আমরা নির্দলীয় সহায়ক সরকার চাই। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। নীল নকশার নির্বাচনে বিএনপি যাবে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ