বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী ব্যুরো : নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা-সোনাপুর জিরো পয়েন্ট পর্যন্ত ১৩ কিলোমিটার চারলেন সড়ক নির্মাণ আগামী এপ্রিলে শুরু হবে। প্রকল্পের জন্য ৯৭০ কোটি টাকা ইতিমধ্যে একনেকে অনুমোদন দেয়া হয়েছে। ১৩ কিলোমিটার সড়কের দুই পার্শ্বে ভ‚মি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্থদের পূণর্বাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস ও টেলিফোন লাইন স্থানান্তর ও চারলেন সড়ক নির্মাণে উল্লেখিত অর্থ ব্যয় হবে। নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল ইনকিলাবকে জানান, চারলেন প্রকল্পের দরপত্র প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের এপ্রিলে কাজ শুরু হবে। তিনি বলেন, সোনাপুর চরজব্বর-চেয়ারম্যানঘাট পর্য্যন্ত ৩৫ কিলোমিটার সড়ক উন্নয়নের লক্ষে প্রকল্প তৈরী হচ্ছে। এরপর অনুমোদনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন বিভাগে প্রেরণ করা হবে। উল্লেখ্য, বেগমগঞ্জ চৌরাস্তা-সোনাপুর জিরো পয়েন্ট চারলেনে উন্নীত হলে এতদ্বঞ্চলে যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন ঘটবে। সোনাপুর-সোনাগাজী-জোরালগঞ্জ সড়ক সম্পর্কে নির্বাহী প্রকৌশলী আরো জানান, সোনাপুর-সোনাগাজী-জোরালগঞ্জ সড়কের নোয়াখালী অংশের কাজ আগামী বছর জুনে সম্পন্ন হবে । এছাড়া চট্রগ্রাম অংশের কাজ আগামী বছরের ডিসেম্বরে সম্পন্ন হবে। এ সড়কটি চালু হলে খুলনা ও বরিশাল বিভাগের যাত্রীরা সোনাপুর-জোরালগঞ্জ সড়কের মাধ্যমে স্বল্প সময়ে বন্দর নগরী চট্টগ্রাম যাতায়ত করতে পারবে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।