বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লালমনিরহাট জেলা সংবাদদাতা : লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকার নিহত প্রানী সম্পদ কর্মকর্তা ওসমান গনি রাজুর (৪০) এর লাশ ৬ দিন পর উত্তোলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজস্ব পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। নিহত ওসমান গনি রাজু ওই এলাকার আফতাব উদ্দিনের ছেলে। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। থানা পুলিশ জানান, গত শনিবার (৪ নভেম্বর) কর্মস্থল গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে বাস যোগে রংপুরে আসছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ওসমান গণি রাজু। এ সময় ওই বাসে অজ্ঞান পার্টির চক্রটি তাকে অজ্ঞান করে পকেটে থাকা অর্থ হাতিয়ে নেয়। বাসের লোকজন আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ওই দিন রংপুর কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। কিন্তু পারিবারিক চাপে সেই সময় লাশের ময়না তদন্ত না করে গ্রামের বাড়ি লালমনিরহাটের খাতাপাড়ায় পারিবারিক করব স্থানে তাকে দাফন করা হয়। কিন্তু কোতয়ালী থানায় অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে আমলে নেয় পুলিশ। যার প্রেক্ষিতে নিহত রাজুর ময়না তদন্ত রিপোর্টের জন্য মরদেহ উত্তোলনের নির্দেশ প্রদান করেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের উপস্থিতিতে ৬দিন পর মরদেহটি উত্তোলন করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।