Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন যুদ্ধ

| প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসন বোয়ালমারী, মধুখালী আলফাডাঙ্গা নিয়ে গঠিত। এই আসন থেকে বিএনপির দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাশায় লবিং গ্রæপিং শুরু করেছে। একজন হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ শাহ মোঃ আবু জাফর অপরজন হচ্ছে বিএনপির অন্যতম সংগঠক সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম। এই দুই সাবেক সাংসদের বাড়ি বোয়ালমারী উপজেলাতে। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জানান খন্দকার নাসিরুল ইসলাম ও শাহ মো: আবু জাফর দুইজনই বিএনপির অভিজ্ঞ রাজনীতিবিদ। এই দুইজনের মধ্যে যাকেই মনোনয়ন দিবে আমরা তাকেই ভোট দিব। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শাহ মো: আবু জাফর ও খন্দকার নাসিরুল ইসলাম জোড়ালো ভাবে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে লবিং চালিয়ে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালীর একাধিক সিনিয়ন নেতারা জানান, সাংগঠনিক ভাবে খন্দকার নাসিরুল ইসলাম এগিয়ে আছেন তবে দল যাকে মনোনয়ন দিবেন আমরা আগামী জাতির সংসদ নির্বাচনে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ