বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় পৃথক দুটি স্থানে ডাকাত দলের গুলিতে তিনজন নিহত ও দু’জন আহত হয়েছে। উপজেলার মৃধাডাঙ্গী এলাকায় ডাকাতের গুলিতে মোঃ সাজ্জাদ মৃধা ও সেন্টু মৃধা নামে আপন দুই চাচাতো ভাই নিহত হয়েছে। এসময় ডাকাতের গুলিতে আহত দুজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চরভদ্রাসন থানার ওসি রাম প্রসাদ ভক্ত জানান, বুধবার দিবাগত রাতে একদল ডাকাত উপজেলার মৃধাডাঙ্গী এলাকায় আনসের ফকিরের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ডাকাতি করে মালামাল লুট করে। এরপর পাশের মোঃ সাজ্জাদ মৃধা ও সেন্টু মৃধার বাড়িতে ডাকাতি করে পালানোর সময় তাদের বাধা দিলে ডাকাত দল তাদের উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা গুলিবিদ্ধ আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মোঃ সাজ্জাদ মৃধা ও সেন্টু মৃধাকে মৃত ঘোষনা করে। এসময় আহত দুজনের ভিতর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান। এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
অপরদিকে জেলার সদরপুর উপজেলার পিয়াজখালীর শয়তানখালী রাস্তায় ডাকাতের গুলিতে আব্দুল মালেক শেখ নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। পুলিশ জানায়, গতরাতে এলাকায় একদল ডাকাত ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় মালেক ডাকাতদের বাধা দিলে ডাকাতরা মালেককে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।