Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণজোয়ার দেখে সরকার ভীত-সন্ত্রস্ত আমীর খসরু

| প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বেগম খালেদা জিয়ার চট্টগ্রাম সফরকালে গণজোয়ার দেখে সরকার ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে অভিযোগ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশবাসী বিএনপির পক্ষে। মানুষ রাস্তায় নেমেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে ঘরে বসে থাকবে না। সরকারের অপরাজনীতির প্রতিবাদ করবে। গতকাল (বৃহস্পতিবার) নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় শাহাদাত হোসেনকে জড়ানোর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সরকার রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে অভিযোগ করে আমীর খসরু বলেন, বিচার বিভাগ, সংসদ , নির্বাহী বিভাগ সহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করে বিরোধী দলীয় নেতা কর্মীদের ভয়ভীতি দেখিয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। শাহাদাত হোসেনের বিরুদ্ধে অপপ্রচার সেরকম একটি ষড়যন্ত্রের অংশ। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহাবুবুর রহমান শামীম, জাফরুল ইসলাম চৌধুরী, আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ান, এমএ আজিজ, শামসুল আলম, মো. আলী, জয়নাল আবেদিন জিয়া, সবুক্তগীন সিদ্দিকী মক্কী, মো. আশরাফ চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ