Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটখিলে নববধূকে হত্যার অভিযোগ

| প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চাটখিল উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি গ্রামের মানিক হোসেন নিরব তার স্ত্রী আঁখি বেগম (১৯) কে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যা ৭ টার দিকে থানা পুলিশ আঁখি বেগম এর লাশ চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করেছে। আঁখি বেগমের ভাই ওমর ফারুক জানান, খবর পেয়ে সন্ধ্যায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে তার বোনের লাশ পড়ে থাকতে দেখেন। তিনি জানান, এ সময় তার ভগ্নিপতি বা তার শশুর বাড়ীর কোন লোক হাসপাতালে ছিল না। রুবেল অভিযোগ করে বলেন, তার ভগ্নিপতি ও তার শশুর, দেবর নির্যাতন করে তার বোনকে হত্যা করেছে। রুবেল আরও জানান, তার বোনের লাশ হাসাপাতালে রেখে তার শশুর বাড়ীর লোকজন পালিয়ে যায়। জানা যায়, গত ৩ মাস পূর্বে উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের যশোড়া গ্রামের ইউছুফ মিয়ার মেয়ে আঁখি বেগম এর সাথে কড়িহাটি গ্রামের মীর হোসেনের ছেলে নিরবের বিয়ে হয়। বিয়ের পর থেকে বেকার নিরবকে আর্থিক সহযোগিতা করার জন্য নিরবের পরিবার আঁখির বাবার পরিবারকে চাপ দিতে থাকে। রুবেলের দাবী যৌতুকের জন্যই তার বোনকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছে। এ দিকে আঁখির স্বামী মানিক হোসেন জানান, তার স্ত্রী গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। চাটখিল থানার ওসি জহিরুল আনোয়ার জানান, ময়না তদন্তের রির্পোটের পর আঁখির মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। গতকাল বৃহস্পতিবার আখির লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ