Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শনিবারের মধ্যে বদলির আদেশ প্রত্যাহার না হলে রংপুর ডিপোর কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি

রংপুরে ফারিয়ার সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : নিয়ম নীতির তোয়াক্কা না করে ইবনে সিনা কোম্পানীর রংপুর আর এ এম আতাউর রহমানকে বদলী করা হয়েছে। ওই বদলীর আদেশ দ্রæত প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ওষুধ কোম্পানীতে চাকুরিরতদের সংগঠন বাংলাদেশ ফারমাসিউটিক্যাল এসোসিয়েশন (ফারিয়া)। গতকাল বৃহস্পতিবার রংপুর রিপোর্টার্স ক্লাবের এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে, আগামীকাল শনিবারের মধ্যে ওই আদেশ প্রত্যাহার না করলে ওই দিন থেকেই ইবনে সিনা ফারমাসিউটিক্যাল রংপুর ডিপোর সকল কার্যক্রম বন্ধের হুশিয়ারী দিয়েছেন তারা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ফারিয়ার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মো: বেলার আহম্মেদ । এসময় ফারিয়ার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইবনে সিনা কোম্পানীর আরএএম আতাউর রহমান গত ১৩ বছর থেকে কর্মরত আছেন। গত পাঁচ বছর থেকে তিনি রংপুর ডিপোর অধীনে কাজ করছেন। মাঠে কর্মরত অবস্থায় ২০১৫ সালের ৬ ডিসেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দু পা ভেঙ্গে যায় যায়। দীর্ঘদিন চিকিৎসার পর খুঁড়িয়ে খুঁড়িয়ে কোন মতে তিনি চলা ফেরা করতে পারেন। অসুস্থ্য অবস্থায় তিনি অন্য কোম্পানীর প্রতিনিধির সাথে তাঁর প্রতিষ্ঠানের কাজ চালিয়ে আসছেন। নিয়ম অনুযায়ী কর্মস্থলে দুর্ঘটনার শিকার হলে প্রতিষ্ঠান তার চিকিৎসার ব্যয়ভার বহন করে। কিন্তু আতাউর রহমানের কোম্পানীতে বার বার আবেদন করার পরেও তার চিকিৎসার ব্যাপারে কোন অর্থ প্রদান করা হয়নি।
শুধু তাই নয়, ভাঙ্গা দু পা নিয়ে কোম্পানীর নির্ধারিত শতভাগ লক্ষ্যপূরণ করে অতিরিক্ত আরো ৫১ ভাগ কাজ করেছেন। নিয়ম অনুযায়ী তাকে পদোন্নতি দেয়ার কথা। বরং পদোন্নতি পরীক্ষায় পর পর দুই বার প্রথম স্থান অধিকার করার পরেও অজ্ঞাত কারণে তাকে পদোন্নতি না দিয়ে বার বার শোকজ নোটিশ দেয়াসহ চাকুরিচ্যুত করার হুমকি দেয়া হয়েছে। শুধু তাই নয়, অসুস্থ্য আতাউর রহমানের পাশে না দাঁড়িয়ে তাকে আকস্মিক সাভারে বদলী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, নিয়ম অনুযায়ী কোন কর্মকর্তা বা কর্মচারিকে বদলী করা হলে তাকে তার পূর্বের কর্মস্থল থেকে টেরিটরির যাবতীয় কাজ কর্ম গুছিয়ে হিসেব নিকাশ ও চার্য বুঝে দিয়ে ডিপো ম্যানেজারের কাজ থেকে রিলিজ অর্ডার গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হয়। কিন্তু ডিপো ম্যানেজার চার্জ বুঝে নিচ্ছেন না।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইবনে সিনা ক্রেডিট কোম্পানি যার কারণে মাসের প্রথম সপ্তাহে সব প্রডাক্ট ডেলিভারি দেয়া হয়। কিন্তু আতাউর রহমানের নামে রংপুরের বিভিন্ন দোকানে ডিউজ আছে। তা বুঝে দিতে চাইলে ডিপো কর্তৃপক্ষ চার্জ বুঝে নিতে অস্বিকার করে এবং মার্কেটে বকেয়া থাকা টাকা আতাউর রহমানকে পরিশোধ করে দ্রæত সাভারে যোগদানের তাগিদ দেয়। যা কোম্পানীর রীতি বহির্ভূত। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাকে চাকুরিচ্যুত করতেই ডিপো ম্যানেজারসহ স্থানীয় ম্যানেজমেন্ট এই ন্যাক্কারজনক কাজ করছে।
সংবাদ সম্মেলনে ফারিয়া নেতৃবৃন্দ দাবি করেন, দ্রæত আতাউর রহমানকে দেয়া বদলীর আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল এবং সকল দাবী দাওয়া মেনে নেয়ার আহবান জানানো হয়। তা না হলে আগামী শনিবার থেকে তিন দিন ইবনে সিনার সকল কার্যক্রম বন্ধের হুশিয়ারী দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ