বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লালমনিরহাট জেলা সংবাদদাতা : লালমনিরহাটে ভিন্ন রুপে পুরুষদের রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার লালমনিরহাট শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গনে এ্যাকশন এইড এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে এই রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ্যাকশন এইড এসকেএস ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রাম অফিসার রজব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার লিজা বেগম, বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক, এ্যাকশন এইড এর উপ-পরিচালক শেখ মন্জুর-ই-আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিধু ভুষন রায়, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম রাজু, কবি ও সাহিত্যক ফেরদৌসী বেগম, এসকেএস ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সুলতানা পারভীন প্রমুখ।
পুরুষ রান্না উৎসবে ২১টি ষ্টল স্থাপন করা হয়। এতে ভিন্ন ধরনের খাবার রান্না করে রাখা হয়। অতিথিরা ষ্টলগুলো ঘুরে দেখেন ও খাবারের মান ও স্বাদ যাচাই করেন। আলোচনাশেষে ষ্টল স্থাপন শ্রেষ্ঠ পুরুষ রান্নায় প্রথম পুরস্কার হাফিজুল ইসলাম ১৬ নং ষ্টল (ভাত ও বার প্রকার ভর্ত্তা), ২য় পুরষ্কার ৫ নং ষ্টল ইসমাইল হোসেন (পিঠা) ও ৩য় পুরস্কার ১৭ নং ষ্টল খোরশেদ আলম (পান দোকানী)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।