প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টাইকা ওয়াইটিটি পরিচালিত সুপারহিরো অ্যাকশন ফিল্ম ‘থর : র্যাগনারক’। ‘হান্ট ফর দ্য দ্য ওয়াইল্ডারপিপল’ (২০১৬), ‘হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোজ’ (২০১৪), ‘আই বয়’ (২০১০), ‘ঈগল ভার্সেস শার্ক’ (২০০৭) ওয়াইটিটি পরিচালিত চলচ্চিত্র। ‘থর : র্যাগনারক’ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ১৭তম চলচ্চিত্র।
থর (ক্রিস হেমসওয়ার্থ) বন্দীদশা থেকে মুক্তি পেয়ে তার নিজের গ্রহ আসগার্ডে ফিরে যায়। সেখানে ভাই লোকির (টম হিডলস্টন) সঙ্গে দেখা হয়। তারা দুজন তাদের বাবা ওডিনের (অ্যান্থনি হপকিন্স) খোঁজে বেরোয়। থরের হ্যামার এক পর্যায়ে গুড়ো হয়ে যায়। আবার বন্দী হয়ে সে। মহাবিশ্বের আরেক পাশে অবস্থিত সাকার গ্রহে তাকে পাঠিয়ে দেয়া হয়। মৃত্যুর দেবী হেলা (কেইট বøানচেট) তার গ্রহ আর আসগার্ড সভ্যতা ধ্বংস করার আগেই তাকে তার গ্রহে ফিরতে হবে। কিন্তু তার আগে গ্র্যান্ডমাস্টারের (জেফ গোল্ডবøাম) উদ্যোগে আয়োজিত এক গø্যাডিয়েটর যুদ্ধে ইনক্রেডিবল হাল্কের (মার্ক রাফেলো) সঙ্গে লড়তে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।