প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ মুক্তির আগেই আলোচনায় রয়েছে। স¤প্রতি প্রকাশিত সিনেমাটির গান ও ট্রেলার দর্শকের প্রশংসা কুড়িয়েছে। আগামী ১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে। এদিকে গত ৬ অক্টোবর ‘হালদা’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। কর্তন ছাড়াই এটি ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি সেন্সর বোর্ডে প্রশংসিতও হয়েছে। তৌকীর আহমেদ তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অজ্ঞাতনামা’ নিয়ে ২৮তম কার্থেজ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বর্তমানে তিউনিসিয়া রয়েছেন। সেখান থেকে তিনি বলেন, ‘সোমবার সেন্সর বোর্ড ‘হালদা’ দেখে আনকাট ছাড়পত্র প্রদান করেছে। পাশাপাশি ভ‚য়সী প্রশংসা করেছে। এখন ‘হালদা’ মুক্তি দেয়া নিয়ে চিন্তামুক্ত হলাম। তিনি বলেন, দেশের বাইরে থাকায় ‘হালদা’র প্রচারণায় অংশ নিতে পারছি না। ১৫ নভেম্বর আমি দেশে ফিরব। এরপর পুরোদমে প্রচারণায় অংশ নেব। ‘হালদা’র গল্প লিখেছেন আজাদ বুলবুল। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ। প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও ফজলুর রহমান বাবু। এতে আরো অভিনয় করছেন দিলারা জামান, শাহেদ আলী, রুনা খান প্রমুখ। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ‘হালদা’ তৌকীরের পঞ্চম সিনেমা। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে সিনেমাটি নির্মিত হয়েছে। ‘হালদা’ বাংলাদেশ ও বিশ্বব্যাপী পরিবেশনা করতে যাচ্ছে দি অভি কথাচিত্র। দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ‘হালদা’ মুক্তি পাবার কথা রয়েছে। এছাড়াও বিশ্বের প্রায় ১৬ টি দেশে মুক্তি পাবে বলে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।