Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালুকায় স্বামীর হাতে স্ত্রী খুন

ভালুকা (ময়মনসিংহ) উজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভালুকায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, বুধবার উপজেলার পাড়াগাও গ্রামের মৃত মতিন মৌলবীর ছেলে সালা উদ্দিন(৫০) তার মেয়ের বিয়েকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী আছমা আক্তার (৩৫) কে মারধর করে গুরুতর আহত করে। আহত আছমা আক্তার কে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করলে তার মৃত্যু হয়।খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ স্বামী সালাউদ্দিন কে আটক করেছে। ভালুকা মডেল থানা ওসি (তদন্ত) হযরত আলী জানান, মৃতের পায়ে ও শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকার অনেকেই বলছে বিষ খেয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে ও ময়না তদন্তের রিপোট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যাবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ