রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আয়কর মেলার মাধ্যমে করদাতাদের মাঝে ব্যাপক উৎসাহ বেড়েছে মন্তব্য করে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেন, দেশের কাঙ্খিত সেবা পেতে হলে কর প্রদানের কোনো বিকল্প নেই,স্বপ্রণোদিত আয়কর প্রদান করে স্বনির্ভর বাংলাদেশ গড়ায় শরীক হওয়ার জন্য কর প্রদান যোগ্য প্রত্যেক দেশ প্রেমিক নাগরিকদের প্রতি তিনি উদাত্ত আহবান জানিয়েছেন ।
বিভাগীয় শহর ময়মনসিংহের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে বুধবার (০৮ নভেম্বর) সপ্তাহব্যাপী আয়কর মেলার সমাপনীতে সেরা করদাতাদের সন্মাননা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেগম রওশন এরশাদ এমপি এসব কথা বলেন। ময়মনসিংহের কর কমিশনার জি.এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউর করিম হীরা এমপি, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি এমপি,বিভাগীয় কমিশনার কৃষিবিদ জি.এম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক কৃষিবিদ খলিলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম, প্রমূখ। ময়মনসিংহের কর কমিশনার জি.এম আবুল কালাম আজাদ বলেন, এবছরের আয়কর মেলায় উৎসবমূখর পরিবেশে করদাতারা আয়কর প্রদান করেন। মেলায় প্রতিদিন করদাতাদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কর বাহাদুর পরিবার নির্বাচিত হন মেসার্স দত্ত ব্রাদার্স এর স্বত্তাধিকারী বাবু শৈলেন্দ্র চন্দ্র দত্ত। অসুস্থতার কারনে তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন ছোট ভাই বাবু রঞ্জিত কুমার দত্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।