Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকে বাঁচাতে ঝিনাইদহে গাছের চারা রোপণ শুরু

| প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলাসংবাদদাতা : সুভোশিত সবুজের মাধ্যমে গ্রিন হাউজের প্রভাব বিশ্বকে বাঁচাতে ঝিনাইদহে ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ শুরু হয়েছে। বুধবার বিকেলে শহরের বাইপাস এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন। ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, কৃষি স¤প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামানসহ অন্যান্যরা। সদর উপজেলা কৃষি অফিসের প্রযুক্তিগত সহযোগিতায় স্থানীয় উদ্ভাবনী নার্সারী আগামী এক মাসের মধ্যে বিভিন্ন প্রজাতির ২০ হাজার গাছের চারা রোপণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ