Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ছাতক-বাংলাবাজার-নরসিংপুর সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট

দিনভর ভোগান্তি

| প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতক-বালিউরা-বাংলাবাজার ও ছাতক-জোড়াপানি-নরসিংপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার এক শ্রমিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিক্ষোব্ধ পরিবহন শ্রমিকরা সকাল থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয়। আহত সিএনজি চালক নরসিংপুর ইউপির বালিউরা গ্রামের আছাদ উল্লাহর পুত্র কয়েছ মিয়া (২৭)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, কয়েক দিন আগে দু’টি রোডের চালকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নোয়ারাই ইউপির সাবেক চেয়ারম্যান হাজি জোয়াদ আলী সালিসের মাধ্যমে নিষ্পত্তি করেন। তথাপি বৃহস্পতিবার সকাল ৮টায় বালিউরা থেকে অনটেষ্ট সিএনজি ফোরষ্ট্রোক যোগে যাত্রি নিয়ে ছাতক আসার পথে জোড়াপানি পয়েন্টে পৌছলে প্রতিপক্ষের হামলার শিকার হয় চালক কয়েছ মিয়া। এসময় তারা গাড়ি ভাংচুর করে সড়কের পাশের ডোবায় ফেলে দেয়। পরে স্থানীয়রা কয়েছ মিয়াকে হাসপাতালে প্রেরণ করেন। এঘটনার প্রতিবাদে বিক্ষোব্ধ শ্রমিকরা দু’টি রোডে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ