রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ভুরুঙ্গামারীতে নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্বৃত্তরা তিনটি কক্ষ ও আলমিরার তালা ভেঙে মূল্যবান কাগজপত্র তছনছ করেছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, দুর্বৃত্তরা প্রধান শিক্ষক, অফিস সহকারী ও শিক্ষক কমন রুমের ভেতরে প্রবেশ করে। এসব রুমে থাকা পাঁচটি আলমিরা ও ড্রয়ারের তালা ভেঙে কাগজপত্র তছনছ করে। এ সময় শিক্ষকের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
প্রধান শিক্ষক লুৎফর রহমার জানিয়েছেন, বিদ্যালয়টি জেএসসির পরীক্ষা কেন্দ্র। বিদ্যালয়টিতে কোনো নৈশ প্রহরী নেই। প্রতিদিনের কাজ শেষে তারা চলে যান এবং সন্ধ্যার পর ডিউটি রোস্টার করার জন্য এসে তারা এরকম অবস্থা দেখতে পান। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, ওসি তাপস চন্দ্র পন্ডিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানিয়েছেন, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কোনো জিনিস খোয়া গেছে কিনা, তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষক বলতে পারেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।