রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
হিলি সংবাদদাতা : হিলি স্থলবন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব বেগম জিকরুর রেজা খানম। বৃহস্পতিবার বেলা ১টায় তিনি হিলি স্থলবন্দরে এসে পৌঁছালে পানামা হিলি পোর্ট কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি বন্দরের ওয়ার হাউজের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এসময় বন্দর পরিচালনা কারি প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ বন্দরের কার্যক্রম পরিচালনার বিভিন্ন সমস্যার কথা অতিরিক্ত সচিব বেগম জিকরুর রেজা খানম এর কাছে তুলে ধরেন। এসময়, অতিরিক্ত সচিব বেগম জিকরুর রেজা খানম সাংবাদিকদের জানান, প্রশাসনিক বিভিন্ন জটিলতার কারণে বে-সরকারী ভাবে পরিচালিত বন্দর গুলো খুব একটা উন্নতি করতে পারছেনা। তিনি হিলি স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি দেখে সন্তষ্ঠি প্রকাশ করে বলেন, হিলি পোর্ট রাজস্ব আহরনের একটি সম্ভাবনাময় পোর্ট। এই পোর্ট থেকে আরও রাজস্ব আয় করা সম্ভব। হিলি স্থলবন্দরের অধিগ্রহণ কৃত জায়গা নিয়ে যে জটিলতা চলছে তা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যকরি পদক্ষেপ নিবেন বলে জানান।
পরে তিনি, হিলি স্থলবন্দরের বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।