রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে বিনামূল্যে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহম্মেদ। উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও এস এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উৎপাদন প্রযুক্তি নিয়ে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবুল মনছুর, থানার ওসি আতিয়ার রহমান, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, আ’লীগ নেতা সাজেদুল ইসলাম ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক আলী। শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে সার ও ধানের বীজ বিতরণ করেন। উল্লেখ্য উপজেলায় ধান, গম, ভুট্টা, সরিষা ও মাসকালাই চাষ করার জন্য ৩ সহস্রাধিক কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।