Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে খালে বাঁধ নিয়ে সংঘর্ষে নিহত ৪, আহত ১৫

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৭, ৪:৩২ পিএম

কিশোরগঞ্জের মিঠামইনে খালে বাঁধ দেয়া নিয়ে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে তিন সহদর ভাইসহ চারজন নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকি ইউনিয়নের চারিগ্রামে এ ঘটনা ঘটে।
এর মধ্যে একই পরিবারের তিন ভাইয়ের নিহতের তথ্য নিশ্চিত করেছেন মিঠামইন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন।
ওসি বলেন, ‘নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। শুনেছি তারা আপন তিনভাই। ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো যাবে।’
ঢাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, একই গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ ছিল। আজ উভয়পক্ষের লোকজন মাছ ধরতে গেলে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের হাতে আপন তিন ভাই খুন হন।
তবে স্থানীয় একটি সূত্র তিন ভাইসহ চারজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ