বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নান্নু মোল্লা নিহত হওয়ার ৩৬ ঘণ্টার মাথায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আরো দুই ‘জলদস্যু’ অস্ত্রসহ আটক হয়েছে। বুধবার দিবাগত রাতে খুলনা র্যাব-৬ এর একটি দল বনের ভেতর অভিযান পরিচালনা করেন।
অস্ত্রসহ আটক জলদস্যু’র নাম খায়রুল ইসলাম ও সেলিম। এসময় দস্যুদের হাতে জিম্মি থাকা ১৭ জন জেলেকে উদ্ধার করে র্যাব। জেলেদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আটক জলদস্যু ও উদ্ধার হওয়া জেলেদের খুলনা র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে খুলনা র্যাব ৬-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার জাহিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে সুন্দরবনের মালঞ্চ নদীর ধারে ভারানির খালে তাঁর নেতৃত্বে অভিযান চলানো হয়। এ সময় কৌশল অবলম্বন করে জিম্মি জেলে ও জলদস্যুদের ঘিরে ফেলা হয়। একপর্যায়ে নূরে আলম বাহিনীর সদস্য দুই জলদস্যুকে অস্ত্রসহ হাতে-নাতে ধরা হয় এবং জেলেদের জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়। তিনি জানান, এ বাহিনীর অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, র্যাবের অভিযানের সময় গত মঙ্গলবার সকালে সুন্দরবনের গহীনে জলদস্যুদের সাথে বন্দুকযুদ্ধ হয়। এসময় জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নান্নু মোল্যা নিহত হয়। উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।