বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী শনিবার আটাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। আটাব নির্বাচনে দুর্নীতিবাজ স্বার্থীবাদী চক্রের ভরাডুবি হবে। দুর্নীতিমুক্ত আটাব গঠনে ঐক্যবদ্ধভাবে সৎ ,যোগ্য প্রার্থীদের ভোট দিতে হবে। আটাব সদস্যদের স্বার্থ রক্ষা এবং স্বৈরতান্ত্রিক আচরণ চিরতরে বন্ধ করতে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের বিকল্প নেই। গতকাল বুধবার রাতে বেইলীরোডস্থ অফিসার্স ক্লাবের বলরুমে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের প্যানেল ও প্রার্থী পরিচিতি সভায় নেতৃবৃন্দ একথা বলেন। গণতান্ত্রিক সচেতন পরিষদের প্রধান সমন্বয়কারী ও হাবে প্রতিষ্ঠাতা শীর্ষ নেতা সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ - এর প্রধান পৃষ্ঠপোষক হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বায়রার সিনিয়র সহ-সভাপতি ড. মোহাম্মদ ফারুক, আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের প্যানেল প্রধান ও বায়রার সাবেক মহাসচিব মনছুর আহমেদ কালাম, বায়রার সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশার, হাবের সাবেক সভাপতি আব্দুস শাকুর, হাবের সাবেক সভাপতি মো: ইব্রাহীম বাহার , হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদ, আটাবের সাবেক মহাসচিব মোঃ আতাউর রহমান খান (সাবেক এমপি), আটাব নেতা মোঃ আবুল খায়ের, আটাব ও হাবের সাবেক মহাসচিব শেখ আব্দুল্লাহ্, হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ স¤্রাট, হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আটাবের ইসি অন্যতম সদস্য আব্দুল কবির খান জামান, আটাবের সহ-সভাপতি ও আটাব ঢাকা জোনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম,হাবের সাবেক সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদার, হাবের ইসির সদস্য আকবর হোসেন মঞ্জু, আটাব ও হাবের ইসির অন্যতম সদস্য আলহাজ্জ এডভোকেট ড. আবদুল্লাহ আল নাসের, এম এস আলম, মোতাহার হোসেন বাবুল, বায়রার সাংস্কৃতিক স¤পাদক মোবারক উল্লাহ্ শিমুল, হাবের প্রতিষ্ঠাতা যুগ্ম-মহাসচিব মাওলানা মাহবুবুর রহমান, হাবের ইসি সদস্য মোঃ নাজিম উদ্দিন সভা পরিচালনা করেন আটাবের ঢাকা জোনের মহাসচিব আব্দুল মতিন ভূঁইয়া।
আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ-এর প্যানেল প্রধান মনছুর আহামেদ কালাম বলেন, আটাব সদস্যগণ এয়ারলাইন্স থেকে সরাসরি টিকেট কিনতে পারছেন না। টিকেট সিন্ডিকেটের কাছ থেকে কমিশনে টিকিট কিনতে বাধ্য হচ্ছে। এমনকি হজের সময় টিকেট প্রতি অতিরিক্ত ৫ থেকে ১০ হাজার টাকা মূল্যে টিকেট কিনতে হয়। আটাব সদস্যদের অফিসে মাঝে মাঝে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কিছু সদস্য বে-আইনীভাবে প্রবেশ করে আর্থিকভাবে ও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছে। এভাবে নানা সমস্যয় আটাব সদস্যগণ জর্জরিত। তিনি ১১ নভেম্বর আটাব নির্বাচনে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ - এর দক্ষ, যোগ্য, সৎ, নিষ্ঠাবান প্রার্থীদের পূর্ণ প্যানেলে ভোট দেয়ার জন্য আটাব সদস্যদের প্রতি আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।