Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জাপানের মিৎসুই এন্ড কোং লিমিটেডের মধ্যে মাতারবাড়িতে ৫০০-৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির সম্মেলনকক্ষে সমঝোতা স¥ারক স্বাক্ষরিত হয়েছে। এর জ্বালানি হবে আমদানিকৃত এলএনজি। যৌথ কোম্পানির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং ডিসেম্বর-২০২১ সাল নাগাদ উৎপাদনে আসবে বলে আশা করা হচ্ছে।
গতকাল কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জাপানের মিৎসুই এন্ড কোং লিমিটেডের মধ্যে সমঝোতা স¥ারক স্বাক্ষরিত হয়েছে।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পক্ষে কোম্পানির সচিব মোঃ মিজানুর রহমান এবং জাপানের মিৎসুই এন্ড কোং লিমিটেড (এশিয়া প্যাসিফিক)-এর প্রকল্প অবকাঠামো বিভাগের মহাব্যবস্থাপক ইউজি উয়েদা সমঝোতা স¥ারকে স্বাক্ষর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ