Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে নিজেকে আ.লীগের প্রার্থী ঘোষণা করলেন -এ্যাড. মুহাম্মদ আলী

| প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০, ধামরাই আসনে আওয়ামী লীগের বিরোধ নিরসনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২,এর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আলী। গত রোববার ধামরাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দলীয় বিরোধ নিরসনের আহবানের পাশাপাশি নিজেকে ঢাকা-২০ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবেও ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদ মিয়া, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বেপারি আল মামুন প্রমুখ।
মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাভোকেট মোহাম্মদ আলী বলেন, বর্তমানে ধামরাই উপজেলা আওয়ামী লীগের বিরাজমান বিভেদ এবং একে অপরের প্রতি মারমুখি আচরণে হয়েছে যে শিক্ষিত ভদ্র লোকদের পক্ষে রাজনীতি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে বর্তমান এমপি ও সাবেক এমপির মধ্যকার বিরোধ ধামরাই উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে এমনকি সাধারণ জনগনের মধ্যে আতংক সৃষ্টি করেছে। তিনি আরো বলেন, সুস্থ্য রাজনৈতিক পরিবেশ না থাকায় রাজনীতিবিদদের মধ্যে পারস্পারিক শ্রদ্ধাবোধ ও আস্থার অভাব সৃষ্টি হয়েছে। অ্যাডভোকেট মোহাম্মদ আলী নিজে একজন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হিসেবে মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ