Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসিফের নতুন মিউজিক ভিডিও নেই প্রয়োজন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে আসছে আসিফের নতুন মিউজিক ভিডিও। ‘নেই প্রযোজন’ শিরোনামের গানের ভিডিওতে তাকে দেখা যাবে প্রেমিক পাগল রকস্টারের ভূমিকায়। ‘আমার আর কিছু নেই প্রয়োজন/ তুমি ভালোই আছো জেনে গেছে মন’ এমন কথা মালায় গানটি সাজিয়েছেন গোলাম কবির রনি এবং সুর ও সঙ্গীতায়জন করেছেন মীর মাসুম। গানটির শূটিং হয়েছে উত্তরার বিভিন্ন লোকেশনে। মৌমিতা বিশ্বাসের গল্পে গানটির ভিডিও নির্মান করেছেন শুভব্রত সরকার। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন কামরুল ইসলাম। গানের ভিডিওতে আসিফ আকবের সাথে মডেল হিসেবে দেখা যাবে মডেল সুস্মিতা সিনহাকে। আসিফ বলেন, এরকম কাজ এর আগে আর হয়নি। এরকম লুকেও দর্শক আমাকে এর আগে দেখেনি। গানটিতে দর্শক আমার কিছু পাগলামী দেখতে পাবে। সত্যি কথা বলতে প্রেম বিচ্ছেদের পর একজন প্রেমিকের অবস্থা এবং তার কর্মকান্ডের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে গানটির ভিডিওতে। আশা করছি, আমার ভক্তরা উপভোগ করবে গানটি।’ নির্মাতা সুভব্রত সরকার জানান, প্রথমবার আমি আসিফ ভাইয়ের একক গানের কাজ করলাম। আমি আনন্দিত, গর্বিত। এর আগে আসিফ ভাইকে রোমান্টিক লুকে দর্শকের সামনে হাজির করেছিলাম আর এবার রকস্টার প্রেমিক পুরুষ হিসেবে হাজির করছি। আমার জীবনের একটি স্মরনীয় কাজ হয়েছে এটি। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে শিঘ্রই গানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ