Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার গাইলেন মডেল-অভিনেতা নোবেল

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জনপ্রিয় মডেল, অভিনেতা নোবেল ব্যান্ড দল সোলসের ‘সাগরের ওই প্রান্তরে’ গানটি গাইবেন একটি টিভি অনুষ্ঠানের জন্য। এর আগে তিনি আইয়ুব বাচ্চু ও উইনিং ব্যান্ডের গান গেয়েছেন। গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন সন্ধি। সোলসের গানটি গাওয়া প্রসঙ্গে নোবেল বলেন, গানটি আমার স্কুলজীবন থেকেই প্রিয়। সেই ভালো লাগা থেকেই গাওয়া। গানটির সঙ্গে নস্টালজিক ব্যাপার আছে। খুব রিদমিক একটা গান। আমি তখন স্কুল কিংবা কলেজের ছাত্র। তখন খুব গাইতাম। এবার যখন গাওয়ার সিদ্ধান্ত নিলাম, চেষ্টা করলাম। আমি পেরেছি। গানটির সঙ্গে আমার দারুণ পারফরমেন্সও ছিল। সবাই খুব উপভোগ করেছে। আমি নিজেও খুব উপভোগ করেছি। উল্লেখ্য, সোলস ১৯৫৭ সালে হ্যারি বেলাফঁতের গাওয়া জ্যামাইকা ফেয়ারওয়েল গানের বাংলা রূপান্তর হিসেবে সাগরের ওই প্রান্তরে গানটি গেয়েছিল নব্বইয়ের দশকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ