Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইত্তেফাক’ গড় দর্শক আকর্ষণ করেছে

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এই সপ্তাহটি যে বলিউডের জন্য খুব ভাল গেছে তা বলা যাবে না। গত শুক্রবার ‘ইত্তেফাক’ আর ‘রিবন’সহ ছয়টি ফিল্ম মুক্তি পেয়েছে। এর মধ্যে প্রথমে উল্লেখিত ফিল্মটি আর পুরনো দুটি ফিল্ম প্রদর্শকদের কিছুটা হলেও চাঙ্গা রেখেছে। ‘রিবন’ও কিছু দর্শক টেনেছে।
‘ইত্তেফাক’ পরিচালনা করেছেন অভয় চোপড়া। অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, সোনাক্ষি সিনহা, অক্ষয় খান্না, পারুল গুলেটি, সুশান্ত সিং, মির সারোয়ার এবং গিরীশ সাহেদেব। যশ চোপড়া পরিচালিত একই নামের ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলারের রিমেক এটি। শুক্রবার ৪.০৫ কোটি রুপি আয় দিয়ে চলচ্চিত্রটি যাত্রা শুরু করে। পরের দুদিন যথাক্রমে আয় করেছে ৫.৫ কোটি রুপি এবং ৬.৫ কোটি রুপি। সপ্তাহান্তে আয় ১৬.০৬ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছে ২.২৬৫ কোটি রুপি।
ভিন্ন ধারার ড্রামা ফিল্ম ‘রিবন’ পরিচালনা করেছেন রাখী সান্ডিল্য অভিনয় করেছেন কল্কি কেকলাঁ, সুমিত ব্যস আর অন্যরা। চলচ্চিত্রে পারফর্মেন্স প্রশংসিত হলেও নির্মাণ সমালোচিত হয়েছে। সোমবার পর্যন্ত ফিল্মটি আয় করেছেন আড়াই কোটি রুপি।
পুরনো ফিল্মের মধ্যে ‘গোলমাল এগেইন’ শেষ খবর পাওয়া পর্যন্ত আয় করেছে ১৯৪ কোটি রুপি। ‘সিক্রেট সুপারস্টার’ ফিল্মটির আয় ৫৯ কোটি রুপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ