Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ব্র্যাকের এক কর্মীকে ধর্ষণের মামলায় মৃত্যুদন্ডের ৩ আসামির সাজা কমে যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে ব্র্যাকের এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের মামলায় তিন আসামির মৃত্যুদন্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন হাইকোর্ট। শুনানি নিয়ে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ মঙ্গলবার এই রায় ঘোষণা করে। এই তিন আসামি হলেন- মো. শফি আলম, মো. কালু ও আবুল হোসেন। তাদের মধ্যে কালু পলাতক, বাকিরা কারাগারে রয়েছেন।
আসামিদের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী আব্দুল কাদের ভুঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। বশিরুল্লাহ পরে বলেন, কী কারণে আদালত মৃত্যুদন্ডের পরিবর্তে যাবজ্জীবন দিয়েছে সেটি পূর্ণাঙ্গ রায়ে জানা যাবে। প্রধান আসামি শফি আলম ১০ বছর ধরে কারাগারে আছেন। আর প্রধান আসামির দন্ড কমানোর কারণেই অপর দুই আসামির দন্ড কমানো হয়েছে।
মামলার বিররণে জানা যায়, ২০০৫ সালের ১২ জুন বাঁশখালীর দক্ষিণ জলদি এলাকার ব্র্যাকের এক স্বাস্থ্যকর্মীকে পালাক্রমে ধর্ষণ করে আসামিরা। সে সময় ওই নারীর বয়স ছিল ৩০ বছর। ওই বছরের ১৪ জুন শফি আলম, কালু ও আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ