Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোদায় দিনে গরম রাতে শীত বাড়ছে রোগের প্রভাব

| প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) থেকে : পঞ্চগড়ের বোদায় দিনে গরম, রাতে শীত, শীতজনিত রোগের প্রভাব বাড়ছে। দিনে তীব্র রোদ্র আর গরমের রেশ থাকলেও সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে শীতের তীব্রতা। হঠাৎ শীতের আগমনে হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বোদা উপজেলাসহ পঞ্চগড় জেলা হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের অন্য যে কোনো এলাকার তুলনায় বরাবরই এখানে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। এ জন্য মধ্যবৃত্ত আর নিম্ন মধ্যবৃত্ত পরিবারে শুরু হয়েছে কাঁথা-কম্বল আর শীতের কাপড় দিয়ে শীত নিবারণের আগাম প্রস্তুতি। তবে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে শীত আসলে কষ্টের শেষ নেই। শীতের প্রকোপ থেকে বাঁচতে তাদের কোনো প্রস্তুতি নেই। এই এলাকায় সাধারণত নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের শুরুর দিকে শীতের তীব্রতা অনুভূত হয়। কিন্তু চলতি মৌসুমে নভেম্বরের শুরু থেকেই দেখা দিয়েছে শীতের প্রকোপ। কুয়াশা তেমন না থাকলেও উত্তরের ঠান্ডা হাওয়ায় বেড়ে যায় শীতের তীব্রতা। বেলা ১০টা নাগাদ শীতের রেশ থাকে। শীত থেকে বাঁচতে বিকেলে মানুষজনকে গরম কাপড় পরতে দেখা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ