বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে চুরির অপবাদে শিশু নির্যাতন মামলার আসামীরা গত ৪ দিনেও গ্রেফতার হয়নি। জানা গেছে, সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামের আব্দুল আউয়ালের শিশু ছেলে নয়ন মিয়া (১২) কে চুরির অপবাদে একই গ্রামের খামার ব্যবসায়ী কবির মিয়া মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করলে সে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে পুলিশ উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। নয়নের মা নুরজাহান বেওয়া বাদী হয়ে কবির মিয়া হোসেনসহ ৪ জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের ৪ দিন অতিবাহিত হলেও থানা পুলিশ কোন আসামীকেই গ্রেফতার করতে পারছেন না। এ নিয়ে নুরজাহানের সাথে কথা হলে তিনি জানান, আসামীরা মামলা তুলে নেয়াসহ চিকিৎসা শেষ না হতেই হাসপাতাল থেকে ছেলে নয়নকে বাড়িতে নেয়ার জন্য তোড়জোড় করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়াউল ইসলাম জানান মামলা খবর পেয়েই আসামীরা এলাকা ছেড়েছে। বিভিন্ন ভাবে আসামীদের সন্ধান করা হচ্ছে গ্রেফতারের জন্য। এব্যাপারে থানার ওসি আতিয়ার রহমানের সাথে কথা হলে তিনি জানান, আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।