Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমনিরহাট সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন -এর সভা

| প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

লালমনিরহাট জেলা সংবাদদাতা : গতকাল মঙ্গলবার লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা হলরুমে আগামী ২১ নভেম্বর জমিয়াতুল মোদার্রেছীন রংপুর বিভাগীয় সম্বেলন সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি মাওঃ মো আইয়ুব আলী বসুনীয়া, প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সভাপতি ও লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মোঃ মোসলেম উদ্দিন,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মাওঃ মোঃ আখতার হোসেন, মাওঃ আব্দুল মালেক মিয়া, মাওঃ নুর মোহাম্মদ,মাওঃ জোনাব আলী আনছারী, মাওঃ মোঃ মতিয়ার রহমান, হাফেজ মাওঃ মোঃ আবুল বাসার, মাওঃ আঃ গফ্ফার, মাওঃ আবু তাহের, মাওঃ রমজান আলী মাওঃ আঃ রশিদ প্রমুখ।।
সভায় প্রধান অতিথি বলেন, জমিয়াতুল মোদার্রেছীন একটি অরাজনৈতিক সংগঠন, এ সংগঠনের মাধ্যমেই অতীতে মাদ্রাসার শিক্ষকদের দাবি দাওয়া আদায় হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিবের যোগ্য নেতৃত্বে ভবিষ্যতের যাবতীয় দাবি দাওয়া আদায় হবে ইনশাল্লাহ। তিনি নিরপেক্ষ খবর ও সংগঠনের স্বার্থে সকল মাদ্রাসা সুপারদেরকে মাদ্রাসায় দৈনিক ইনকিলাব নেয়ার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ