Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কামিল পরীক্ষায় ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার শতভাগ সাফল্য

| প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার কামিল হাদিস ও ফিকহ (স্নাতকোত্তর) পরীক্ষা ২০১৫ এ ঈর্ষণীয় সফলতা লাভ। উক্ত প্রতিষ্ঠান থেকে হাদিস ও ফিকহ উভয় বিভাগের ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জনই (কামিল হাদিস এ অ ১৭, অ- ০৮, কামিল ফিকহ এ অ ০৯, অ- ২৭ ও ই ০৮) উত্তীর্ণ হওয়ায় মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং মাদরাসার গভর্ণিং বডির সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন, বিদ্যোৎসাহী সদস্য প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ মোমতাজী, আল্লামা কবি রূহুল আমিন খানসহ কমিটির অন্যান্য সদস্যের নিকট দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ ছাড়াও তিনি আল্লাহর অশেষ রহমত ও মাদরাসার উপাধ্যক্ষ, মুহাদ্দিস, ফকীহ ও আসাতেজায়ে কেরামগণের সঠিক দিক নির্দেশনায় এ সাফল্য এসেছে বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও যাতে এ সফলতা ধরে রাখা যায় এ জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য দেশবিখ্যাত এই দীনি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কামিল তাফসীর ও আদব বিভাগও চালু হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ