Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্ণফুলী গ্যাসের অভিযানে ৫৬৪ সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ভিজিল্যান্স কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল (মঙ্গলবার) অবৈধভাবে রাইজার স্থানান্তর ও সার্ভিস লাইন নির্মাণ করে নগরীর দক্ষিণ হালিশহরস্থ টেইলরস কলোনী এলাকার বাসিন্দা মিসেস খোদেজা বেগম এবং একই এলাকার আকমল আলী রোডে অবস্থিত সৈয়দ মোঃ রিয়াজ উদ্দিন ও বখতেয়ার আলমের মালিকানাধীন ভবনে অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে ২৪১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২৩টিসহ সর্বমোট ৫৬৪টি আবাসিক, ৪টি বাণিজ্যিক ও বকেয়া গ্যাস বিলের কারণে এয়াকুব গার্মেন্টসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকারি পাওনা অর্থ আদায়সহ গ্যাস আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হবে। সংযোগ বিচ্ছিন্নকালে কেজিডিসিএল’র ব্যবস্থাপক (জোন-৫) আব্দুল কাদের, উপ-ব্যবস্থাপক অপূর্ব কুমার বণিক এবং ভিজিল্যান্স ডিপার্টমেন্টের প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন এবং প্রকৌশলী পলাশ সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ