বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে একটি রাজনৈতিক দল প্রভাবিত করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। তিনি বলেন, আগেও বলেছি, আবারও বলছি। এই সমিতিকে একটি রাজনৈতিক দল প্রভাবিত করছে। যাবজ্জীবন মানেই আমৃত্যু কারাবাস উচ্চ আদালতের এ রায় নিয়ে তারা ৬ নভেম্বর একটি সংবাদ সম্মেলন করেছে। ওই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সংগঠনের পক্ষে একজন আইনজীবীর স্বাক্ষর করা থেকেই বোঝা যায়, এর পেছনে জামায়াতে ইসলামী আছে। এসময় তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সংগঠনটির পক্ষে স্বাক্ষর করেছেন একজন আইনজীবী। এর থেকেই স্পষ্ট, জামায়াতে ইসলামী এর পেছনে আছে। আমার ধারণা তেমনই।কেননা, যাবজ্জীবন মানেই আমৃত্যু কারাবাস এটা বাস্তবায়িত হলে তাদের কয়েকজন আসামিকে (মানবতাবিরোধী অপরাধের দায়ে দন্ডিত আসামি) আমৃত্যু কারাবাসে থাকতে হবে। কিন্তু আদালতের এই বিধান ফৌজদারি কার্যবিধি ও পেনাল কোডের ক্ষেত্রে প্রযোজ্য। যুদ্ধাপরাধীদের (মানবতাবিরোধী অপরাধী) বিচার একটি বিশেষ আইনে হয়েছে। তাই এ ক্ষেত্রে বিধানটি প্রযোজ্য নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।