Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাঙ্গলকোটে জেএসসি পরীক্ষার দুই কেন্দ্রসচিব প্রত্যাহার

| প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নাঙ্গলকোট(কুমিল্লা)উপজেলা সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটে জেএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে দুজন কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন নাঙ্গলকোট-১ (নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয়) কেন্দ্র সচিব আবুল খায়ের আবু এবং নাঙ্গলকোট-৬ (মন্তলী স্কুল এন্ড কলেজ) কেন্দ্র সচিব অধ্যক্ষ মোস্তফা কামাল। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত নোটিশে এ আদেশ দেয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, শনিবার ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা চলাকালে বোর্ডের ভিজিল্যান্স টিম নাঙ্গলকোট-১ ও নাঙ্গলকোট-৬ কেন্দ্র দুটি পরিদর্শন করেন। এ সময় পরীক্ষার্থীদের সাথে থাকা প্রচুর পরিমাণে বইয়ের ছেঁড়া অংশ ও লেখা নোট বইসহ অবৈধ কাগজপত্র উদ্ধার করা হয়। তাছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্র সচিবদের দায়িত্বে অবহেলা দেখতে পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ