Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে করলেন অভিনেত্রী-উপস্থাপিকা আমব্রিন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিয়ে করেছেন লাক্সতারকা ও উপস্থাপিকা আমব্রিন। গত ৪ নভেম্বর কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন তিনি। স্বামীর সঙ্গে বর্তমানে কানাডাতে রয়েছেন জনপ্রিয় এই উপস্থাপিকা কাম অভিনেত্রী। আমব্রিনের স্বামী পেশায় কানাডার একটি প্রতিষ্ঠানের প্রোপার্টি ম্যানেজমেন্ট ম্যানেজার। তিনি পরিবারের সঙ্গে সেখানেই বসবাস করেন। কানাডার টরেন্টো থেকে আমব্রিন জানান, ছয় মাস আগে বাংলাদেশে থাকাকালীন তৌসিফের সঙ্গে পরিচয় হয় তার। এরপর ফেসবুক ক্ষুদেবার্তা ও মুঠোফোনে টুকটাক কথা বলতেন তারা। তারপর সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে পাারিকভাবেই বিয়ে হয়েছে। আমব্রিন বলেন, আমি ৬ জুলাই কানাডা আসি। তখন থেকে আমাদের স¤পর্কটা আরও মজবুত হয়। আমার স্বামী তৌসিফ অনেক ভালো মনের মানুষ, সে ভীষণ সৎ। আমার প্রতি অনেক যতœশীল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাকি জীবনটা যেন সুখে কাটাতে পারি। উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন আমব্রিন। এরপর মডেলিং-অভিনয় ছাড়াও উপস্থাপনা দিয়ে পেয়েছেন তারকাখ্যাতি। বিশেষ করে ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএলে উপস্থাপনা করে আমব্রিন জনপ্রিয়তা পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ