প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমিকে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে দেখা যাবে। তবে তিনি অভিনয় করছেন না। একটি গানের সাথে পারফরম করছেন। মোস্তফিজুর রহমান মানিকের পরিচালনাধীন জান্নাত নামে একটি সিনেমার কাওয়ালী গানের সাথে রুমি পারফরম করেছেন। গত শুক্রবার এফডিসির কড়ইতলায় গানের শূটিংয়ে অংশ নেন রুমি। তিনি জানান, চলচ্চিত্রের অনেকগুলো গানের সংগীত পরিচালনা করেও কখনও দর্শকরা আমাকে রূপালী পর্দায় দেখেননি। পাঁচ বছর আগে ছায়াছবি নামের একটি সিনেমার গানে কাজ করলেও সেটি মুক্তি পাইনি। এবার প্রথমবার বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ করলাম। পুরোপুরি পেশাদার হিসেবে নায়কের সঙ্গে গানে কাজ করলাম। গানে আলাদা একটি চরিত্র নিয়ে কাজ করছি। রুমি বলেন, প্রথমে ভেবেছিলাম পারব না। কারণ, পরিচালক মানিক ভাই আগেই জানিয়েছিলেন গানের মধ্যে অভিনয় লাগবে, এটি মিউজিক ভিডিওর মত নয়। আমার কাছে মনে হয়েছে গান গাওয়ার চেয়ে অভিনয় করা কঠিন। কারণ গান করতে চেহারা যেমন হোক কেউ বুঝতে পারেন না। কিন্তু অভিনয় করতে গেলে সবকিছু ঠিক রাখতে হয়। তবে ভালোয় ভালোয় কাজটি হয়েছে। এটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।